নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এই রায়ে শুধু দেশ বিরোধী ও তাদের সমর্থকরা খুশি হলেও বাংলাদেশের সাধারণ মানুষ নির্বিকার থাকবে। কারণ গত ১৬ মাসে স্বাধীনতা বিরোধীদের দখলে আইন-বিচার-পুলিশ-প্রশাসনসহ সবকিছু চলে যেতে দেখেছে তারা। কিন্তু তারা দ্রব্যমূল্য কমতে দেখেনি, দুর্নীতি থামতে দেখেনি, বিদেশী ঋণের বোঝা কমার কোনো সুবাদ পায়নি বরং ২১ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কাঁধে চাপতে দেখেছে।
১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা আরো বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে, জাতি হিসেবে বরাবরের মতই আমরা অবহেলিত থেকে যাবো। আর যারা ক্ষমতায় আসবে তারা বিচারপতি, আসামী পক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী সবাই তাদের দখলে রাখবে। বাংলাদেশের মানুষের কথা ভাবার সময় অতিতেও ক্ষমতাসীনদের ছিলো না; আগামীতেও থাকবে না। বরং দ্রব্যমূল্য বাড়বে, দুর্নীতি বাড়বে, মাদক- বেকারত্ব-দারিদ্রের পাশাপাশি সন্ত্রাস-ধর্সণ-খুন-দখল-চাঁদাবা