নিজস্ব প্রতিবেদকঃ– গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার এবং গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে “চাই মুক্ত, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম” স্লোগানে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়, পরে সেখান থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তাক, তিনি বলেন, “এই সরকারের দেশ চালানোর কোন যোগ্যতা নেই।” তিনি সরকারের ব্যর্থতার কারণে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন। এছাড়া বক্তব্য দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিম খান আকাশ, এসএ টেলিভিশন ও বাংলানিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, মুক্ত খবরের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান এবং একুশে সংবাদের এস আল-আমীনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অংশগ্রহণকারীরা জানান, দেশের সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরলেও হত্যাকারী ও হামলাকারীরা বছরের পর বছর বিচারহীনতার সুযোগ পাচ্ছে। সরকারের গাফিলতি ও ব্যর্থতার কারণে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যম কর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি ও উদাসীনতার তীব্র সমালোচনা করেন এবং “পরিদর্শনের নামে ডালের লবণ যাচাইয়ের মতো তুচ্ছ কার্যকলাপ” এর নিন্দা জানান। তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত গণমাধ্যম ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, যদি তা সম্ভব না হয়, তবে সাংবাদিকদের হাতে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দিতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।