ছবিতে বিএনপি সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে যিনি – তিনি ৩ বারের সংসদ সদস্য (নারায়ণগঞ্জ ০৫ আসন) জনাব এডভোকেট আবুল কালাম, যে আসন নারায়ণগঞ্জ জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা যায় (সদর ও বন্দর উপজেলা)। একটা ঘটনা বলি – তখন সম্ভবত ওয়ান ইলেভেন চলছে, শুক্রবার নামাজ শেষে নবীগঞ্জ বাজারে আমি, সাবেক এমপি কালাম চাচা নারায়ণগঞ্জ শহর থেকে একা নদী পাড় হয়ে ঘাট থেকে হেটে বাজারের মধ্যে আসলেন, কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বললেন, আমি চুপ করে দাড়িয়ে যা শুনলাম উনি নবীগঞ্জ বাজার থেকে লক্ষ্মণখোলা একটা জায়গায় যাবেন রিক্সা চালক ভাড়া চাইছে ৪০/৫০ টাকা উনি বলছে ভাড়া ৩০টাকা।
বাজারের লোকজন একটা রিক্সা চালককে ডেকে বলল নিয়ে যাও তাঁকে ভাড়া দিচ্ছি যা লাগে, কিন্তু এমপি সাহেব মাথা নিচু করেই থাকলেন এবং বললেন তুমি কে ভাড়া দিবা মিয়া, আমি ৩০টাকা দিমু গেলে যাবে, না হলে আমি হাইটা যাইতে পারমু। তার কথা শুনে এক রিক্সা চালক বললেন চাচা চলেন আমি যাব। কতটা সাদামাটা মানুষ সে, সেটা আমি জন্মের পর থেকে দেখেছি কারণ জন্ম বেড়ে ওঠা আমার তার বাড়ির পাশেই। জীবনে কখনো তাঁকে দুদক ডাকে নাই এবং দরকার পড়ে নাই কারন কোনোরকম দুনীতি তাকে স্পর্শ করে নাই কখনো। ২০০১ সালে ততকালীন বিএনপির সিনিয়র নেতা হান্নান শাহ তার বাসায় গিয়ে ছিলো নির্বাচন যাতে করে সেটা বলার জন্য বাট সে বলল আমার টাকা নাই নির্বাচনে খরচ করব কি করে? তখন এলাকার সবাই মিলে তাঁকে রাজি করায় নির্বাচন করার জন্য, নির্বাচন প্রচারনায় তিনি সবাইকে বলতেন আমি আপনাদের মানুষ আপনাদের কাছে ভোট চাইতে কি আসব?
আমার টাকা নাই, আপনারা ভোট দিলে আমি আপনাদের জন্য আবারও কাজ করবো। তার বাবা ছিলেন বিএনপির রাজনীতিবীদ ও সংসদ সদস্য জনাব হাজী জালাল উদ্দীন, যার বড় সন্তান এডভোকেট আবুল কালাম। বয়স হয়েছে বাট এখনো সে দলবল নিয়ে হাঁটেন না, কারন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে পছন্দ করেন, এবং তার নিজ এলাকায় সে এভাবেই চলাফেরা করেন, আযান হলে মসজিদেও যান একাই। আমার জন্মভূমি নারায়ণগঞ্জ ৫ আসনের সচ্ছ একজন সংসদ সদস্য হিসেবে সবার আগে জনাব এডভোকেট আবুল কালাম চাচা আমি বিশ্বাস করি।
এখন কারো অপরাধের দায় আপনি যদি তাঁকে দেন সেটা আপনার বিষয়, তবে তিনি এমপি থাকাকালীন সময় এবং না থাকা অবস্থায়ও কখনো কোনো অপরাধে জড়ান নাই, কাউকে হয়রানি করে নাই এবং অন্যায় ভাবে কারো ক্ষতি করে নাই। আমি যতটুকু জানি বা শুনেছি। আবুল কালাম চাচার সুস্থতা আমি সব সময় কামনা করি, মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমি শ্রদ্ধার সাথে সব সময় বলব আপনি অসাধারণ আমাদের নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ বাসীর জন্য।।। আমি নারায়ণগঞ্জ বাসী।