পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ’র সৌজন্যে হযরত টাক শাহ (রহ.) মাদ্রাসা হেফজ ও এতিমখানার এতিম ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সোলায়মান আলম শেঠ বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোযা আমার জন্য। আমি নিজেই এর প্রতিদান দিবো। পবিত্র রমজানে আমাদের জীবনের সমস্ত কাজই ভালো নিয়তে হতে হবে। তাই দেশের বিত্তবান সকল নাগরিকদের এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। যাকাত গরিবের হক, তাদের প্রতি করুণা নয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জননেতা জনাব আবু জাফর মাহমুদ কামাল, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সাবেক সিনিয়র সহ-সভাপতি জননেতা আনিসুল ইসলাম চৌধুরী, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, কেন্দ্রীয় যুবসংহতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব ও নগর জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি, নগর জাপার সাংগঠনিক সম্পাদক এম কায়সার হামিদ মুন্না, দপ্তর সম্পাদক ছবির আহাম্মদ, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন প্রমুখ।