মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে দলের স্হানীয় কার্যালয়ে থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে ও যুগ্নআহ্বায়ক লিয়াকত হোসেন লাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আঃ সালাম,থানা কৃষকদলের সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ,সাধারণ সম্পাদক মুক্তার হাসান,থানা যুবদলের যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন,থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার,থানা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক হাসমত আলী,খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনু,স্হল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় বিষেশ দোয়া ও তবারক বিতরণ করা হয়।