ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী, সেনেটারি পাট, ঢেউটিন, টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ রমজান) সকাল ১০ টার দিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল হামিদের নিজ বাড়িতে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার আমির ডঃ সেলিম রেজা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডঃ শেখ আইয়ুব আলী, সহসভাপতি সোলায়মান হোসেন, শিবিরের থানা সভাপতি মোঃ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাইয়ুম আলী শেখ প্রমুখ।