আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন অব্যাহতভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন৷ গতকাল সন্ধায় নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে প্রার্থীর সাথে খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিম শাখার দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্দরের নয়টি ওয়ার্ডে নির্বাচন কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর থানা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন ও বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।