নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গত ১৪ মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-ধর্ষণ-চাঁ
২৯ অক্টোবর বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে জাতীয় সেচ্ছাসেবকধারার আয়োজনে ‘গণভোট কতটা প্রয়োজনীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বন উপদেষ্টার ও তার পরিবার সাবেক মন্ত্রী বিপুর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন উল্লেখ করে বলেন, শুধু বন উপদেষ্টাই নয়; অধিকাংশ উপদেষ্টাই এখন ফ্যসিস্টদের সম্পদ পাহারা দিচ্ছেন। এমনকি লম্বা লম্বা কথা বলা উপদেষ্টা আসিফ নজরুল সাবেক এমপি তহুরা ও তাঁর পরিবারের সম্পদসহ বিভিণ্ন ব্যক্তির সম্পদ সরকার বাজেয়াপ্ত করতে পারে ভেবে পাহারায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এরমধ্যে দখল-চুরি-ডাকাতি-ধর্ষণ-দ্রব্যমূ
জাতীয় সেচ্ছাসেবকধারার আহবায়ক মনির জামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, নিপা আক্তার প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, আজ জাতি গড়ার কারিগরদের দাবিকে গুরুত্ব না দিয়ে যে ন্যাক্কারজনক নিপীড়ন চালানো হয়েছে, তা সত্যি-ই লজ্জাজনক। সেই সাথে বলতে চাই শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আগের মতই এই সরকারের শাসনামলে দ্রব্যমূল্য, দুর্নীতি, ধর্ষণ, খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই-ডাকাতি, দখল-চাঁদাবাজীসহ সব ধরণের অন্যায়-অপরাধের কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। তারার স্বজনপ্রীতির মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতাধররা ভাই-স্ত্রী-বাবা-বয় এমনকি গার্ল ফ্রেন্ডকেও ক্ষমতার ভাগিদার বানানোর এই সরকারকে প্রত্যাখান করার জন্য রাজপথে নামতে চাইলেও পারছে না আগের মত ফ্যসিস্ট আচরণের কারণে।