এর আগে শুক্রবার(১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের গুলিতে ইনকইলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খেলার শুরুতে এক মিনিট নীরবতা ও প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাকির শিকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক বিল্লাল খান কাবুল,
সাবেক কাউন্সিলর মোঃ হাসান শিকদার, টুর্নামেন্ট পরিচালক রাকিবুল সিকদার, শিক্ষক ও ক্রীড়াপ্রেমি সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম, যুবদল নেতা রফিকুল ইসলাম, ফারুক ও লিটুসহ শত শত ক্রীড়া প্রেমী দর্শক। উদ্বোধনী ম্যাচে সিকদার বাড়ি একাদশ, বালিয়াতলী ধুলাসার একাদশকে হারিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করে।