কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। নীলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকিরকে এবং কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত তিন জনকে ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।