কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। কলাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয় সহোযোগিতায়, কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলার সকল প্রশাসক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যগণ। এ সময় ১২টি ইউনিয়নের ৩৭ জন উপকার ভোগীকে ৩৭ বান্ডিল ঢেউটিন এবং নির্মাণ খরচ বাবদ একলক্ষ ১১হাজার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয় সহোযোগিতায়, কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।