filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নানা আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উযাপিত হয়েছে। সোমবার সকাল দশটায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদীক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান। সভায় বক্তারা, দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষনে জনগনকে আরো সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছগুলো ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কাজ করা অনুরোধ জানান।
সভা শেষে সফল তিন মৎস্য চাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।