কলাপাড়া(পটুয়াখালীর) প্রতিনিধি : পটুয়াখারীর কলাপাড়া থানা পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে বারটার দিকে পৌর শহরের সিনিয়র মাদ্রাসা রোড়ে নিজ বাসা থেকে তাকে’অপারেশন ডেভিল হান্ট’ ও মামলা দেখিয়ে গ্রেফতার করা হয়।
রিয়াজ উদ্দিন তালুকদার আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রেহী প্রার্থী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিঃস্কার করা হয। এর পর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় লাভ করেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট এর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে কলাপাড়া আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। আমাদের এ অভিযান অভ্যহত থাকবে।