 
																
								
                                    
									
                                 
							
							 
                    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ ইমরান জমাদ্দার (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট নামক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক পার্শ্ববর্তী আমতলী উপজেলার টেপুরা গ্রামের মোহাম্মদ জলিল জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম এবং এএসআই ফয়সাল হোসেনের নেতৃত্বে একটি টিম ধানখালী ইউপির নমরহাট নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।