কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কলাপাড়া উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুস সালাম তালুকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। আলোচনা সভার উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। কলাপাড়া পৌর কৃষক দলের আহবায়ক মো.জসিম মল্লিক এবং সদস্য সচিব মো.আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশীদ, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার ,ধানখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মেজবাহ উদ্দিন মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.ফাহিমসহ উপজেলা ও পৌর কৃষক দলের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এ সময় দলে দলে উপজেলা এবং পৌর কৃষকদল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষক দলের সৃষ্টি করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি হাজী হুমায়ুন সিকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের কৃষকদের উন্নয়নে নিজে উপস্থিত হয়ে খাল খনন করেছিলেন। তিনি আরও বলেন, এ দেশের কৃষক তথা মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।