কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫ ইংরেজি সালের এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের ০১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৭ এপ্রিল) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাজুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায় এবং ২টি কেন্দ্রের দ্বায়িত্ব গ্রহণকারী সহকারী শিক্ষকবৃন্দ।