filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকেল ৩টায় পৌর শহরের হাজী মার্কেটের ২য় তলায় দলীয় কার্যালয়ে বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল কাইউম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবদুল খালেক ফারুকী, সহ সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা ও সাংবাদিকব্রতিন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ফিশারি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদাউসুল হক গাজী।