কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুখালীর কলাপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় । পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: কৌশিক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, কলাপাড়া উপকূলীয় বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ,পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।