কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্যের মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, ইউপি চেয়ারম্যানগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মেলায় অর্ধশতাধিক কারুপন্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপন্য, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।