কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে তাবুজলসা জমজমাট করে রাখেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার(২৩ জুন) কাব কার্নিভাল ২০২৫ এর শেষ ইভেন্ট মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে তাবুজলসা অনুষ্ঠানে এ আনন্দ উপভোগ করেন তারা। বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা আয়োজিত কাব কার্নিভালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে ১৮০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্কাউটস লিডার ট্রেইনার আবদুস সাত্তার, পটুয়াখালী জেলা স্কাউটস সম্পাদক মো.বশির উদ্দিন, স্কাউটস বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো.ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম, উপজেলা স্কাউটস কমিশনার ইকবাল বাসার খান, উপজেলা সম্পাদক মো.ফখরুল ইসলাম, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, উপজেলা স্কাউটস সহ-সভাপতি শাহ সুজা উদ্দিন,
কোষাধ্যক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্কাউট লিডার মো.শাহ আলম, উপজেলা কাব লিডার আমিনুল ইসলাম শামিম, সদস্য নজরুল ইসলাম, নাজমুজ সাকিবসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের গ্রুপ লিডারগণ ও সদ্য স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মধ্যে সনদ, বই এবং উপহার বিতরন করা হয়।