কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকাল চারটায় উপজেলা প্রশাসন খেলার মাঠে কলাপাড়া ফুটবল একাডেমীর সাগরকন্যা একাদশ ও পায়রা একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। আমরা কলাপাড়া বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এক সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল আহসান, কলাপাড়া ক্রিয়ার সংস্থার সদস্য মো.নুরুজ্জামান জামাল আকন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.মাইনুল ইসলাম খন্দকার এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন’র নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন মাহাতাব উদ্দিন হেলাল, মো.নিজাম উদ্দিন এবং নয়ন। ধারাভাষ্য প্রদান করেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং ইভান মাতুব্বর। খেলায় সাগর কন্যা একাদশ ২/০ গোলে পায়রা একাদশের বিরুদ্ধে জয়লাভ করে।