কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস’র (সেলিম ভূঁইয়া) কমিটি গঠন করা হয়েছে। ১০ নভেম্বর (মঙ্গলবার) রাতে এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে একই দিন শেষ বিকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বাকশিস’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বাকশিস (সেলিম ভূঁইয়া) আহবায়ক অধ্যাপক গোলাম রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বাকশিস সদস্য সচিব অধ্যাপক মোঃ ফারুক, যুগ্ম আহবায়ক অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক মোঃ শফিকুল, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মোশারেফ হোসেন, সভায় সভাপতিত্ব করেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় কলাপাড়ার সকল কলেজের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শেষে পটুয়াখালী জেলা বাকশিসের সদস্য সচিব অধ্যাপক ফারুক হোসেন’র সঞ্চালনায় প্রস্তাব সমর্থন’র মাধ্যমে কলাপাড়া উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ ,সাধারণ সম্পাদক কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান। আগামী ৩বছর এ কমিটি কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।