কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবাষিকী পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু,
মোহসীন পারভেজ, সাংবাদিক মো, এনামুল হক, মিলন কর্মকার রাজু, কলাপাড়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু , কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, সাবেক সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ইমন আল আহসান, নীল রতন কুন্ডু প্রমুখ।
বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন শিল্প জগতের সম্রাট। তার দেশের বাইরে কোন বিনিয়োগ নেই। একারনে তাকে বলা হয় বাংলাদেশি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করেছে। তিনি যেমন ছিলেন শিল্পপ্রতি তেমনি ছিলেন দানবীর। সবশেষে মরহুম এর অত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যম কমী মাওলানা ফোকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।