কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির ৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় গাড়ির চালককে ২হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার রাত ৮টার দিকে বালিয়াতলীর বাবলাতলা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো কলাপাড়া হেলিপ্যাড মাঠে বসে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা এসব মাছ আহরন করে কিছু অসাধু জেলেরা। অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।