কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামি ব্যাংক খেপুপাড়া শাখার ম্যানেজার তৌহিদ আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জালাল উদ্দিন কলেজ অধ্যক্ষ সনাতন বিশ্বাস, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম সিকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের লোকজন দেশের ব্যাংকগুলো থেকে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে। যার জন্য বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে বড় সংকট চলছে। গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোর খারাপ অবস্থা। তাই দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।