1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় সুন্দরবন দিবসে নাগরিক সংলাপ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মুশফিকুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে স্কাউট ও সাধারণ ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে –মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ইউএনও কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা ৫ই আগষ্ট পটিয়ায় বিজয় মিছিল হবে সর্বকালের বৃহত্তর মিছিল-ইদ্রিস মিয়া যুবদলের দুই’নেতার মাসিক চাঁদা’র টার্গেট ‘কোটি’ টাকা মতলব উত্তরে ভূমি অফিসে পানিশমেন্ট পোস্টিং এসে গায়েব অফিস সহায়ক রূপগঞ্জে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ঠাকুরগাঁওয়ের গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত মোহনপুর উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা

কলাপাড়ায় সুন্দরবন দিবসে নাগরিক সংলাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় ‘সুন্দরবন দিবস’ উদযাপন উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা প্রান্তজন, অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জাস্ট নেট-বিডি) এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে পৃথিবীর আকর্ষণীয় ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়াতনে নাগরিক সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মো. হুমায়ূন কবির। সুন্দরবন দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট গণমাধ্যমকর্মী ও পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক। অন্যদের মধ্যে আলোচনা করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য অমল মুখার্জী, সমাজকর্মী ও পরিবেশ সংগঠক মো. ইয়াকুব খান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজন, নারী আন্দোলনের বিশিষ্ট সংগঠক দুলালী কবীর, গণমাধ্যমকর্মী সৈয়দ মোহাম্মদ রাসেল, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, রাখাইন নারী নেত্রী লাখাইন, বেসরকারি সংস্থা প্রান্তজনের মাঠ সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন বলেন, ‘সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই। তা ছাড়া পরিবেশ ঠিক রাখতে আমাদের মনোজগতেও পরিবর্তন আনতে হবে। উপকূলের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সচেতন থাকতে হবে। আমরা পরিবেশ সুরক্ষার ওপর জোড় না দিলে আমরাই সবচেয়ে বেশী ক্ষতির শিকার হবো।’ নাগরিক সংলাপে অন্য আলোচকরা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন আজ হুমকির মুখে। তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাঁরা।জেটনেট বিডি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জাস্ট নেট-বিডি) সুন্দরবন রক্ষার লক্ষ্যে নীতিগত—পর্যায়ে আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি