1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি'র দলবদল, রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর কারাগারে প্রেরণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড পটিয়ায় উচ্ছেদ আতংকে দোকানদার হয়রানি অভিযোগে আদালতে মামলা শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০ বাড়ি ভাঙচুর-লুটপাট বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার কাশিপুর নোমানের ফেসইবুক আইডিতে ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে রোমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে কলাপাড়ায় আনন্দ মিছিল

কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল, রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময়ের বিএনপির রাজনীতি ছেড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ(চরমোনাই) দলে যোগদান করেছেন। মঙ্গলবার (৬মে) দুপুরে তিনি বরিশালের চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নিজ বাড়ির আল কারীম জামে মসজিদে জোহরের নামাজ শেষে তার হাতে হাত রেখে যোগ দেন। এ সময় তার অনুসারী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে তার যোগদানের খবরে ফেসবুকে পক্ষে বিপক্ষে পোস্ট ছড়িয়ে পড়ে। ছাত্রদল-যুবদল সহ কেউ লিখেছেন, কলাপাড়া বিএনপি আগাছা মুক্ত। কেউ আবার অভিমানের কথা প্রকাশ করেছেন। মোটকথা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেননি অনেকেই। দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার অবসান, বিএনপির সঙ্গে অসন্তোষ ও কাঙ্ক্ষিত ভূমিকা না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণের লক্ষ্যেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বলে মনে করছেন তার অনুসারীরা। উল্লেখ্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯০ সাল থেকে ৯৯৯৭ সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ সাল থেকে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ২ নং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন বিএনপির এ নেতা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের লাভ হতে পারে। বিশেষ করে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।এই দলবদল কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি আদর্শিক পরিবর্তন? এ নিয়ে এখন সরব পুরো উপকূলীয় রাজনীতি। ভোটের মাঠে অধ্যাপক মোস্তাফিজ কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট জেড এম কাওসার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখেছেন। ইসলামের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি যোগদান করেছেন।  কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক জানান, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের দলত্যাগের খবরে আমরা মর্মাহত হয়েছি। কারণ কিছু দিন আগেও বিএনপির বর্ধিত সভায় তিনি তার বক্তব্যে বলেছিলেন, বিএনপিতে আছি, এখানেই থাকব, আমার অন্য দলে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি আরও জানান, বিএনপি একটি বিশাল প্লাটফর্ম, এখান থেকে কোন একজন নেতা চলে গেলে দলে তেমন প্রভাব পড়বে না।

তাছাড়া তিনি অনেক বছর পর্যন্ত বিএনপির রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। দক্ষিণ বঙ্গের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে কলাপাড়া বিএনপি অনেক শক্তিশালী এবং সুসংগঠিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।  অধ্যাপক মো.মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু করে যেতে পারি এজন্যই আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। তিনি আরও বলেন, প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের কাছে আমি নমিনেশন চাইবো। দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে তাহলে ১১৪ পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি