মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) কাশিপুর হাটখোলা সমাজ উন্নয়ন সংসদে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত আলম জিতু।
এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালী, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন,ফতুল্লা থানা যুবদলের সাবেক নেতা মোহাম্মদ সালাউদ্দিন,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, মোঃ মাসুম,কাশিপুর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মসিউর রহমান,শাহ আলম শফি প্রমুখ। আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় গরীব অসহায় টাকার অভাবে চিকিৎসা করতে পারে না এমন রোগীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।