1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কাশীপুরে ব্যবসায়ীকে জমিতে প্রবেশে বাঁধা - শিক্ষা তথ্য
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওসাবেক মেয়র শামসু মাষ্টারে মৃত্যু বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি হারিয়েছে: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেকের পাতা ফুলপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিদর্শন এবং খাদ্যসামগ্রী উপহার ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল বাউফলে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত রোয়াংছড়ি উপজেলা নিবার্হী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিদায় অনুষ্ঠান করলেন ট্যুরিষ্ট গাইড সমিতি স্পোর্টস ক্লাব ওমানের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল অনুষ্ঠিত

কাশীপুরে ব্যবসায়ীকে জমিতে প্রবেশে বাঁধা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫০ Time View
নিজস্ব সংবাদদাতা:নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুরে ব্যবসায়ী আরিফ হোসেন কাউসারকে (২৭) তার নিজের জমিতে প্রবেশে একটি সন্ত্রাসী চক্র বাঁধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।প্রতিপক্ষের হুমকিতে জীবনের শঙ্কা রয়েছে উল্লেখ করে গত ২ জুলাই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ব্যবসায়ী আরিফ হোসেন কাউসার। জিডি নং-১৩৫।
জিডিতে তিনি উল্লেখ করেন- ‘আমি মোঃ আরিফ হোসেন কাউসার (২৭), পিতা মোঃ ইয়াছিন খলিফা, সাং শাহসুজা রোড, পাইকপাড়া, থানা নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ, সঙ্গীয় মাঈন উদ্দিন, পিতা মৃত নাছির উদ্দিন, সাং পশ্চিম দেওভোগ, রামারবাগ, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ ও মোঃ সারোয়ার হোসেন, মোঃ সুমন মিয়াদেরকে সহ থানায় হাজির হইয়া বিবাদী ১. মোঃ খোরশেদ (৪৫), পিতা আঃ করিম, সাং মধ্য নরসিংপুর, ৩নং ওয়ার্ড, ২. মোহাম্মদ আলী (৫৫), পিতা মৃত ফজল সরকার, সাং পশ্চিম দেওভোগ, বাংলা বাজার, ৩. রেখা আক্তার (৩২), পিতা জালফা ওরফে আলফাজ উদ্দিন, সাং মধ্য নরসিংপুর, ৩নং ওয়ার্ড, সর্ব থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ এদের বিরুদ্ধে এ-ই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করিতেছি যে, নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি রেজিঃ বায়নানামা মূলে আমি মালিক হইয়া ভোগদখল করিয়া আসিতেছি।
বর্নিত সম্পত্তি দখল বে-দখলকে কেন্দ্র করিয়া বিবাদীরা আমাকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছিল। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসিয়া আমাকে ও বিবাদীদের উপস্থিতিতে বর্নিত সম্পত্তি নিয়া বিরোধের আপোষ মিমাংসা করিয়া দেন যাহা আমি ও বিবাদী পক্ষ মানিয়া নেই। কিন্তু আপোষনামার বিষয়টি বাস্তবায়িত না হওয়ায় বিবাদীরা আমার রেজিঃকৃত সম্পত্তি ভোগদখলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছে।
গত ০২/০৭/২০২৫ইং তারিখ বেলা অনুমান ১০:৩০ ঘটিকার সময় আমি আমার বর্নিত সম্পত্তিতে গেলে বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি দিয়া আমার ভোগ দখলীয় সম্পত্তিতে প্রবেশে বাঁধা নিষেধ করে। বিবাদীরা বর্তমানে হুমকি অব্যহত রাখিয়াছে। পরবর্তীতে আমি আমার সম্পত্তিতে গেলে বিবাদীদের বাঁধার কারণে আইন-শৃঙ্খলার অবনতি ঘটনার সম্ভাবনা রহিয়াছে বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরী ভূক্ত করার আবেদন করিতেছি।
তফসিলঃ
কাশিপুর মৌজাই জেলএল নং-২৯, আরএস খতিয়ান নং ৩৭১, সি.এস নং ১০৪২, এসএ নং ১০৪২ খতিয়ান ভুক্ত সি.এস ও এসএ দাগ নং ০৮ শতাংশ সম্পত্তি সম্পত্তি ০৩.৩১ শতাংশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি