কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে দু’টি কাপল রুমের পর্যটকদের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে। তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামের একটি টিন সেটের ৪ কক্ষের হোটেল ভাড়ায় নিয়ে চালাতো। জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যে প্রনেদিত হয়ে দু’টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন। এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।
অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীর রাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ডেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও ধারণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করলে ওই ভিডিও পাওয়া যায়। পরে আমরা তাঁকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছি। এই ধরনের অপরাধীদের জন্য এটা একটি বার্তা যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।