নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ১৭নং ওয়ার্ড বিএনপি, নারায়ণগঞ্জ সদর ও মহানগর। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে পাইকপাড়া এলাকায় জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ফারুক আহাম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী নাঈম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান দলের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, যদি কোন নেতা-কর্মী দলের আদেশ অমান্য করে দুর্নাম করে। তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে দল থেকে বের করে দেওয়া হবে এবং জেলে পোরা হবে। আজকের পর থেকে কোন নেতা-কর্মী যেনো কোন খারাপ কাজে লিপ্ত না হন।
তিনি আরও বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হয়েছে। গণতন্ত্রের ট্রেন চলতে শুরু করেছে। আর সে-ই ট্রেনের বেশিরভাগ যাত্রী হলো বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাই আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এড. কাজী রুবায়েত হোসেন সায়েম, নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, ক্রীড়া সম্পাদক মোঃ স্বপন সহ বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।