দিদারুল হৃদয়ঃ গুইমারা (খাগড়াছড়ি): পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় গতকাল অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম–ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এ ছাড়া প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এক-দুজনের বেশি মানুষ একসঙ্গে দেখলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম। অবরোধকে কেন্দ্র করে গুইমারায় গতকাল গুলিতে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া উপজেলাটিতে মেজরসহ ১৩ সেনাসদস্য ও ওসিসহ ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুনে সরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।