নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আরোগ্য কামনা করে গণ দোয়ার আয়োজন করেছে ফতুল্লা থানা যুব দল ও ছাত্র দল যৌথভাবে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লা থানাধীন এনায়েতনগর ধর্মগঞ্জ চতলার মাঠে এ গণ দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র সভাপতিত্বে ফতুল্লা খানা যুব দল ও ছাত্র দলের দায়িত্বশীল নেতা-কর্মী বৃন্দ ও-ই গণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও-ই দোয়া মাহফিলে।মোনামাহফিলে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও-ই দোয়া মাহফিলে। বিএনপি’’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। বিএনপি’’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। সে-ই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।