স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বন্দর থানা কৃষক দলের দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার বাদ রাতে সন্ধায় বন্দর নবীগঞ্জ এলাকায় নিজ কার্যালয়ে তিনবারের সফল প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বন্দর থানা কৃষক দল।
এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বন্দর থানা কৃষক দলের আহবায়ক জিয়াউর রহমান লিটন।তিনি বলেন,দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া জেল খেটেছেন।এরশাদ জেল খাটিয়েছিলেন, শেখ হাসিনা জেল খাটিয়েছিলেন। তিনি দেশের জনগণের জন্য চার চার বার জেল খেটেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর দেশের মানুষের স্বার্থে তিনি মন্ত্রী হয়েছিলেন। আমরা জন্মদিনে তার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করি।সেই সাথে বন্দর থানা কৃষক দল দেশের কল্যাণে এবং দূর দিনে সবসময় বিএনপির পাশে থাকবো।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন বন্দর থানা যুগ্ম আহবায়ক মোঃ শাহিন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সুমন,যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আহম্মেদ,যুগ্ম আহবায়ক মোঃ,জনি, বিএনপি নেতা মহাসিন, সাধারণ সম্পাদক মোঃ হাসিব হাসান শান্ত,২৬ নং ওয়ার্ড কৃষক দল আহবায়ক রাশেল আহামেদ, ২৬ নং ওয়ার্ড সদস্য সচিব ইয়াসিন। ২৫ নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক মোঃ মাসুম আহাম্মেদ।
আরও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা সুমন,খোরসেদ,আরমান,মধু,আলম, জাকির, আক্তার হোসেন প্রমুখ।