নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী তিন বরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেড এর উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে নগরীর কালীরবাজার চাড়ারগোপ এলাকায় এ কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ও-ই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থণা করা হয়। এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত অসহায় মানুষদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেড এর সভাপতি নুরুল ইসলাম সরদার’র সভাপতিত্বে ও-ই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. আবুল কালাম। তিনি এ-ই আসেন পরপর তিনবার নির্বাচিত এমপি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেড এর প্রধান উপদেষ্টা হানিফ সরদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
ও-ই সময় বক্তারা বেগম খালেদা জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ফল আড়ৎদার মালিক সমিতি লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।