সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থন ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, খুকনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র সমাজ, সামাজিক সংগঠন।
সোমবার ৭ এপ্রিল বিকেলে, খুকনী মোল্লাপাড়া থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি আরমান বলেন, ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
তারা অবিলম্বে অসহায় ফিলিস্তিনি দেশবাসীর উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে এবং বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনির পাশে দারানোর আহবান জানায়।