মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমীন এর নির্দেশে গত ২১শে জানুয়ারি ২০২৫ চিংড়িতে অপদ্রব্য/জেলী পুশ ও বাজারজাত করণের অভিযোগে দোষীদের হাতেনাতে ধরে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান এবং ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। অভিযান কালে ডুমুরিয়া বাজারের ব্রিজের পাশ থেকে পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনার কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।