সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘গত ১৭টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দেশের মানুষ গণতান্ত্রিক প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। মানুষ ন্যায্য অধিকার পায় নাই। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি মানুষ কাঙ্খিত একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমাদের সকালের সহযোগিতার মধ্য দিয়ে, সকলের শান্তিপূর্ণ সহঅবস্থানের মধ্য দিয়ে যদি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’ শুক্রবার বিকাল ৫টায় পটুয়াখালীর উপকূলীয় গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ছোটশিবা শুক্রবারিয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন ।
তিনি আরো বলেন, এই চরাঞ্চল থেকে শুরু করে এই গলাচিপা-দশমিনার মানুষ বিগত ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন এমপি পায়নি। সুতারাং আমরা যেভাবে তাদেরকে সেবা করতে পারিনি তারাও সকল প্রকার সুবিধা থেকে বঞ্চি হয়েছে। একটি রাজনৈতিক দল এখানে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিলো। তারা যা করতে পেরেছে, যা পারেনি আপনাদের চোখের সামনে আছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আগামী জাতীয় নির্বাচনে আপনারা বিএনপিকে সমর্থন দেন তাহলে এই চরাকাজল, চরশিবা এবং চরবিশ্বাসকে আমরা একটি উন্নয়নের মডেল হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি বিএনপি নির্বাচিত হয় এবং এই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যদি বিএনপির সংসদ সদস্য থাকে তাহলে আমরা এই অঞ্চলকে নিয়ে একটি প্রশাসনিক থানা এবং উপজেলা ঘোষণা করবো।
এই অঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবন নির্মাণ করা হবে। এছাড়াও টেকসই রাস্তাঘাট ও বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এছাড়া, সীমানা নিয়ে ভোলার সাথে আন্তজেলা যে বিরোধ রয়েছে তা সরকারিভাবে সকল প্রকার আইনী লড়াইয়ের মধ্য দিয়ে সীমানা পুণঃনির্ধারণ করে গলাচিপা দশমিনার প্রতিটি মানুষের জমি রক্ষা করবো। আর খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে।’ চরকাজল ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চরকাজল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, এডভোকেট হাবিবুর রহমান হিরু ও নাসির উদ্দিন আহম্মেদ নান্টু।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. পরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, চরকাজল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস, চরশিবা সাংগঠনিক ইউনয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রেজাউল করিম প্রমুখ। এছাড়াও চরকাজল ও চরশিবা সাংগঠনিক ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।