1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  3. [email protected] : pbangladesh :
গবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি  সু-সংগঠিত: পটিয়ায় জাতীয় পার্টি কর্মী সভায় আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার  শার্শা উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অবৈধ উপায়ে নিয়োগ দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন বাড়ছে সাংবাদিক কমছে সাংবাদিকতা লামায় কোয়ান্টাম তার শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটাই দিচ্ছে : এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম লামা উপজেলা পরিষদ নির্বাচন: শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ব্রিটেনে শিশুপুত্রের সবচেয়ে জনপ্রিয় নাম ”মোহাম্মদ” মঙ্গল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারত

গবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

সংবাদদাতা :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ বার দেখা হয়েছে

মো. আসাদুর রহমান, গবি প্রতিনিধিঃ- সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রথমবারের মতো সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ (সিএমআর) এর উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের ৫ম তলায় এই পোস্টার প্রেজেন্টেশন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

আয়োজনে মোট ২২টি গবেষণা কর্মের ফলাফলের পোষ্টার প্রদর্শিত হয়। পাশাপাশি এসব গবেষণা সমূহের সারসংক্ষেপ বই উন্মুক্ত করা হয়। ৬৮জন শিক্ষক-শিক্ষার্থী এই গবেষণায় অংশগ্রহণ করেছেন।

পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং প্রধান সম্পাদক বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি ড. ফুয়াদ হোসেন বলেন, ‘এই পোস্টার প্রেজেন্টেশন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সূচনা মাত্র, আমাদের প্রতি বিভাগেই পোস্টার প্রেজেন্টেশন হয়ে থাকে, প্রবীণ শিক্ষক থেকে নবীন শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেছে।

অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ে শুরুতে গবেষণার পরিবেশ সীমিত ছিল, আমরা গবেষণার পরিবেশ সৃষ্টি করেছি, নিয়মিত পোস্টার প্রেজেন্টেশন করার আহ্বান জানাচ্ছি, বিভাগীয় প্রধানরা যেন তাদের শিক্ষকদের গবেষণা প্রকাশে আরও মনোযোগী হন, সবার গবেষণাপত্র লেখার মান যেন বৃদ্ধি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আমরা রিসার্চ বাজেট বাড়িয়ে গবেষণামূলক পরিবেশ সৃষ্টি করবো।’

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের দেশে মানসম্মত শিক্ষক কম, আমরা মানসম্মত শিক্ষক নিয়োগের চেষ্টা করছি, আমাদের গবেষণা করার ব্যবস্থা আছে, এজন্য একটা রিসার্চ সেন্টার ল্যাব করার চেষ্টা করছি, লেখাপড়ার পাশাপাশি গবেষণার প্রয়োজন রয়েছে, এতে শিক্ষার্থীরা আরও বেশি জ্ঞানার্জন করবে।’

সভাপতির বক্তব্যে সিএমআরের পরিচালক ডা. মো. তারিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর অনেক ইচ্ছা ছিল আমাদের মানুষেরা গবেষণামুখী হবে, তবে এ কথাও সত্য, গবেষণা একা একা করার ব্যাপার না, প্রশাসনের আগ্রহ আছে, এখন আমরা চাই বাকিরাও গবেষণায় আগ্রহী হয়ে উঠুক।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে পোস্টার প্রেজেন্টেশন দেখেন, সেরা পাঁচ পোস্টার প্রেজেন্টেশনকারীকে পুরষ্কৃত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেস, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি