সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতার শাওন পাল (৩৬) গলাচিপা সরকারি কলেজের কম্পিউটার বিভাগের প্রদর্শক ও একই কলেজের অফিস সহকারী নির্মল পালের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে পৌর শহরের আনন্দ পাড়া নিজ বাড়ির সন্নিকটে আনন্দ পাড়ার বাউন্ডারী গেট থেকে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে শাওন পালকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গলাচিপা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, ইয়াবাসহ গ্রেফতার শাওন পালের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রবিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।