সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ৩২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক বদরুন নাহার এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রীনা রানী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফির্সেধসঢ়; গবেষণা কর্মকর্তা আইয়ুব আলী খান, একাডেমিক সুপার ভাইজার মো. আবুল কালাম সাঈদ, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ।