সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় রবিবার রাতে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে গৃৃহবধূর শশুর বাড়িতে। ফারজানা রতনদি তালতলী ইউনিয়নের
মৃত অলিউল চৌকিদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে ফারজানার শশুর বাড়ির পাশের ঘরের লোকজন তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায়
দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।