সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত র্যালি ও জনসভা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় জাকের পার্টি উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৫টায় স্থানীয় পৌরমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চে অনুষ্ঠিত জনসভায় মিলিত হয়। উপজেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. ওহাব এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল।
এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক গণি আমিন তালুকদার, সহসভাপতি তসলিম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার জাকের পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিবেধ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবেতর দল, গরীব দুঃখি মানুষের দল, স্বার্থান্বেসীদের দল নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী দল।