সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুহম্মদ শাহআলম গলাচিপায় স্থানীয় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক মুহম্মদ শাহআলম বলেন, গলাচিপা-দশমিনা উপজেলার নানাবিধ সমস্যা উত্তরণে ঘুষ, দুর্ণীতি, হাটবাজারে সন্ত্রাসীদের চাঁদাবাজি, দখলবাণিজ্য, অফিসসহ থানায় দলীয় প্রভাব বিস্তার করার বিপক্ষে জামায়াতে ইসলামী কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগসহ নারীর উন্নয়নে জন মানুষের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্মসহ সকল ভোটারদের প্রতি দাড়িপাল্লায় ভোট প্রদানের জন্য নির্বাচনী এলাকায় জনগণের প্রতি আহবান জানান। এছাড়া সকল নির্বাচনী প্রার্থীদের সাথে সৌজন্যতা বজায় রেখেএলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কোন প্রকার সন্ত্রাস সংঘাতে বিশ্বাস করেনা জামায়াতের কোন নেতা-কর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি’র সাথে নির্বাচনে ঐক্য হওয়ার প্রশ্নই আসেনা।
বর্তমানে ৮টি ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচনে অংশ নেবে এবং কোরআন হাদিসের আলোকে একটি সুন্দর আদর্শ নির্ভর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ পরিচালনায় কাজ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের দেশের মানুষের সমর্থন দেখে কোন কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সময় গলাচিপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসেন, গলাচিপা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা অধ্যাপক মো. ইয়াহিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।