সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডে দুই দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে শহরের সদর রোডে ভাই ভাই টেইলার ও সেঞ্চুরী টেইলার নামের দোকানটি দোকান ভষ্মিভূত হয়েছে। আগুন লাগে বলে এলাকার ব্যবসায়ীর জানায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটে ভাই ভাই টেইলার থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত রাত পৌনে ১২ টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের পাশের ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলতে পারব। গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে। তদন্ত করে বলতে পারব কী কারণে আগুন লেগেছে।