সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে শহরের পোস্ট অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে গলাচিপা থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে আমাদের বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাষ্ট্র কাঠামে তৈরিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভাা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, গলাচিপা উপজেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রতনদীতালতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জামাল আকন, গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মজিবর,
রতনদীতালতলী ইউনিয়ন যুবদল নেতা মু. রুবেল ও মো. মাসুদ, পানপট্টি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বশির রহমান উদয়, উপজেলা শ্রমিক দলের নেতা মো. দেলোয়ার, গলাচিপা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আল নোমান ও আল আমিন সিকদার, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্র দলের
যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ প্রমুখ। এছাড়াও গোলখালী ও পানপট্টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।