সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:মানুষের বা মানবের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের প্রাণীসম্পদ (যেমন- গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস ও মুরগীর মাংশ-ডিম-দুধ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে প্রাণী সম্পদ পালনে উদ্বুদ্ধ হচ্ছে খামারিরা। সরকার খামারীদের চিকিৎসা সহ কৃত্রিম প্রজনন সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প করে কর্তৃপক্ষ সেবা প্রদান করছে। পটুয়াখালীর গলাচিপা জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উদযাপন অনুষ্ঠানে তাই সকলকে প্রাণীসম্পদের সুসম নিরাপদ খাদ্য সহ ভেটেরিনারি পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সাত দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আলোকে প্রাণীসম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
র্যালি মিছিল, বিভিন্ন প্রাণী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠনের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আকতার, গন-অধিকারের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা বেলাল হোসেন প্রমুখ।