সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একসনা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মুখোমুখি চরবাংলার ভূমিহীন কৃষকরা। দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত ভূমিহীন দাবি করে আসছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান চাষযোগ্য খাস জমি একসনা ডিসিআর পাওয়ার দাবিতে গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় প্রায় ২ হাজার একর চাষযোগ্য খাস জমি রয়েছে। অপরদিকে সমিতিতে ভূমিহীন রয়েছে ৯৯৮ জন। তিনি চাষযোগ্য এসকল খাস জমি সমিতির সদস্যদের বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
অপরদিকে ওই চরের সমিতির সদস্য নয় অপর আরেকটি পক্ষ নিজেদেরকে ভূমিহীন দাবি করে একসনা বন্দোবস্ত পাওয়ার দাবি জানিয়ে গত সোমবার (১১ আগস্ট) উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন করেছেন। এ নিয়ে চরবাংলা ভূমিহীন কৃষকরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। গলাচিপা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহসভাপতি মো. হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য ফারুক মীর প্রমুখ।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেরাজ খান বলেন, ‘চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড রেজি নম্বর-৭৪, পি.ডি এর সদস্য সংখ্যা ৯৯৮ জন। এর মধ্যে প্রায় চার শ’ সদস্য প্রায় ৩০ বছর ধরে চরবাংলা সরকারি খাস জমিতে বসবাস করে কৃষিকাজ ও মৎস্য আহোরণ করে জীবিকা নির্বাহ করে আসছি। সরকারি নীতিমালা মোতাবেক কৃষি খাসজমি আমাদের প্রাপ্য হলেও স্থানীয় ও বহিরাগত কিছু ভূমি দখলদার জোতদার শ্রেণির লোকজন আমাদের উচ্ছেদ করে ভূমি দখলের পায়তার করছে। তারা সহকারী কমিশনার (ভূমি) গলাচিপাকে ভুল বুঝিয়ে আমাদের দখলকৃত সরকারি খাসজমি একসনা চাষের অনুমতি নিয়ে আমাদের উচ্ছেদ করতে চাইলে আমরা মহামান্য হাইকোর্টের স্মরনাপন্ন হই।
হাইকোর্ট সরকারকে সমিতির সদস্যদের একসনা ডিসিআর প্রদান করার জন্য আদেশ প্রদান করেন এবং অবৈধ দখলদারদের চাষের অনুমতিপত্র বাতিল করে আদেশ প্রদান করেন। আমরা দ্রুত এ আদেশের বাস্তবায়ন চাই।’ তিনি আরো বলেন, ‘চরবাংলার বহিরাগত আনোয়ার হাওলাদার, মন্নান প্যাদা, রফিক সর্দার, সোহেল সর্দার, জালাল মৃধা, মোয়াজ্জেম মেম্বার, জসিম প্যাদার নেতৃত্বে কিছু লোক নিজেদেরকে ভূমিহীন দাবি করে গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গত সোমবার ( ১১ আগস্ট) একটি মানববন্ধন করে।
তারা আমাকে ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্যদের ভূমিদস্যু বলে বক্তব্য প্রদান করে। আমি উক্ত মানববন্ধনকারীদের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রকৃতপক্ষে মানববন্ধনকারীরা ভূমিদস্যু, জবরদখলকারী তাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।’