সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরবিশ্বাস ইউনিয়ন শাখা’র আয়োজনে বিএনপির বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে সর্বসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ বাংলার মা-মাটি-মানুষের বন্ধু, গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুন।
চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাকের বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু।
এ জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, গলাচিপা পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা চরবিশ্বাস বুধবাড়িয়া বাজার সংলগ্ন জনসভাস্থলের মাঠে এসে জড়ো হয়। এ সময় জনসভার মাঠটি লোকে লোকারণ্য হয়ে কানায় কানায় পূর্ণ হয়।
নেতাকর্মীদের দলীয় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভার মাঠ। পরে তাদের জননন্দিত নেতা হাসান মামুন মঞ্চে আসলে তাকে দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। হাসান মামুন বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল। তাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।’