সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহ জুবায়ের আব্দুল্লাহ, তানভীর হাসান, রাশেদুল হাসান, ইয়াকুব হাসান, সাইফুল ইসলাম, নাজমুল হাসান, নাসাউল নাসু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিগ্রস্ত, ইসলাম ও জনগণের শত্রু, জুলাই বিপ্লবের চেতনা বিরোধী গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, ইনকিলাব জিন্দাবাদ।